গাংনী প্রতিনিধি: চাচার কাছ থেকে টাকা নিয়ে সৌদি আরব গিয়েছিলেন গাংনীর সাহেবনগর গ্রামের বিজয় হোসেন (২৮)। কয়েক বছর পর গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরেন বিজয়। চাচার টাকার ফেরতের পরিবর্তে পেটে মারলেন ভুজালি (ধারালো অস্ত্র)। এতে নাড়িভুড়ি বের হয়ে গুরুতর আহত হলেন চাচা আবুল বাসার (৩৯)। এ ঘটনায় এলাকাজুড়ে নিন্দার ঝড় বইছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত চাচা আবুল বাসারকে গাংনী থেকে কুষ্টিয়া হাসপাতালে রেফার করা হয়েছে।
আহতের পরিবারসূত্রে জানা গেছে, বিজয় হোসেন বিদেশ যাওয়ার আগে চাচা বাসারের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। গতকাল সে বাড়ি ফিরলে চাচা তার টাকা ফেরত চান। এতে তাদের মধ্যে বাকবিত-া শুরু হয়। এক পর্যায়ে বিজয় হোসেন ভুজালি দিয়ে বাসারের পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এখানকার চিকিৎসকরা।
তিনি কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও এখনও আশংকামুক্ত নয় বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ