দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী ঝটিকা অভিযান চালিয়েছে দামুড়হুদার নাস্তিপুরে। পুলিশ ১৫ কেজি গাঁজাসহ ওই গ্রামের অভিযুক্ত দুই মাদককারবারীকে করেছে গ্রেফতার। ৪ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। পালাতক আরো দুই মাদককারবারীকে খুঁজছে পুলিশ। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে দর্শনা থানার ওসির নির্দেশে এসআই সুমন্ত বিশ্বাস ও নিতীশ বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামে। পুলিশ নাস্তিপুর পশ্চিমপাড়ার জাবের আলীর ছেলে শাকিলের বাড়িতে শুরু করে তল্লাশি। এ অভিযানে শাকিলের ঘরের পেছন থেকে বস্তাভর্তি ১৫ কেজি গাঁজা উদ্ধারের তথ্য দিয়েছেন থানার ওসি। এ সময় গ্রেফতার করা হয়েছে শাকিল (২৫) ও একই পাড়ার আব্দুস সালামের ছেলে শামীমকে (২৭)। এ ঘটনায় এসআই সুমন্ত বিশ্বাস বাদি হয়ে ওই রাতেই গ্রেফতারকৃত শাকিল ও শামীমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ