মহেশপুর প্রতিনিধি: বুধবার রাত দুইটায় মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার অপরাধে শিশুসহ ৬ জন ৫৮ বিজিবি’র হাতে আটক হয়েছে।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সূত্রে মাটিলা বিওপি’র হাবিলদার মোকলেছুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে মাটিলা মাঠ থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন যশোর জেলার শার্শা থানার বাগআচরা গ্রামের শাহাজাহানের মেয়ে নাজমা খাতুন (২৮), খুলনা জেলার দিঘলিয়া থানার কেটলা গ্রামের ইউসুফ আলীর মেয়ে মৌসুমী আক্তার (২৩), একই জেলার তেরখাদা থানার মৃত বারেক সরদারের ছেলে মোশারফ সরদার (৬৭), মোশাররফ সরদারের স্ত্রী কমলা সরদার (৩০), ছেলে এহি সরদার (৩৫), মেয়ে জেসমিন সরদার (১৩)। বিজিবি তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করেছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ