কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগরে দুপক্ষের সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর এলাকার মৃত মনছের আলী বিশ্বাসের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস (৫২), লিয়াকত আলী বিশ্বাস (৪৮), কেরামত আলী বিশ্বাসের ছেলে শামীমুজ্জামান ওরফে সাগর (২৭) ও আব্দুর রহিমের ছেলে রফিকুল (২৫)।
গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব-১২, সিপিসি-১ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ মে সন্ধ্যার আগে কুষ্টিয়া জেলার ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার ও বংশগত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে মতিয়ার রহমান, কাশেম আলী, লাল্টু এবং রহিম মালিথা নিহত হয়। হত্যাকা-ের প্রেক্ষিতে নিহত মতিয়ারের ছেলে আশরাফুল হক বাদী হয়ে ৪ মে ইবি থানায় মামলা দায়ের করেন। হত্যাকা-টি দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ওই হত্যা মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেফতারের জন্য র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ব্যাপক অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ১০ মে ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই মামলার এজাহারনামীয় ২, ৩,৫ ও ৮নং পলাতক আসামি যথাক্রমে কেরামত আলী বিশ্বাস, লিয়াকত আলী, শামীমুজ্জামান ওরফে সাগর ও রফিকুলকে ইবি থানার বিভিন্ন এলাকা হতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ইবি থানায় হস্তান্তর করা হয়।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ