মেহেরপুর অফিস: মেহেরপুরের কুলবাড়িয়া গ্রামের মাঠে শত্রুতা করে রাতের আঁধারে দেড় বিঘা জমিতে লাগানো কলার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় কুলবাড়িয়া গ্রামের মাঠের ওই কলাগাছ তছরূপের ঘটনা ঘটে।
কলাগাছের মালিক কুলবাড়িয়া গ্রামের আব্দুল বারীর ছেলে আনছার আলী জানিয়েছেন, তিনি তার দেড় বিঘা জমিতে প্রায় দুই মাস পূর্বে কলার গাছ লাগান। শনিবার সকালে লোক মারফত খবর পেয়ে মাঠে গিয়ে দেখেন সারিবদ্ধভাবে লাগানো কলা গাছগুলো কাটা অবস্থায় পড়ে রয়েছে। আনছার আলী আরও বলেন, একই এলাকার ফুল চাঁদের ছেলে জিয়া বর্তমানে ওই জামির মালিকানা দাবি করেন এবং রাতের আঁধারে কলা গাছগুলো কেটে দিয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট বিষয়টি অবহিত করেছেন বলে জানান আনছার আলী।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ