জীবননগর কাশিপুরে যৌতুকের দাবীতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের এক গৃহবধূকে যৌতুকের দাবীতে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সকাল থেকে কয়েক দফায় নির্যাতনের ঘটনায় অভিযুক্ত স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ঝিনাইদহ জেলার কোর্টচাঁদপুর উপজেলার আলামপুর গ্রামের আলাউদ্দিনের মেয়ে লিজার (২২) সাথে গত তিনবছর আগে প্রেমজ সম্পর্কের জের ধরে জীবননগর উপজেলা কাশিপুর ফুটবল মাঠপাড়ার ইসরাইলের ছেলে রাজমিস্ত্রি সাইফুল ইসলামের বিয়ে হয়।

বিয়ের কিছুদিন তাদের দাম্পত্য জীবন কাটলেও যৌতুকের জন্য গৃহবধূ লিজার ওপর শুরু হয় অত্যাচার-নির্যাতন। লিজার পরিবার তাদের সন্তানের সুখের কথা চিন্তা করে ৭০ হাজার টাকা যৌতুক প্রদানসহ একটি এড়ে গরু ও ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্নপ্রকার আসবাবপত্র কিনে দেয়। কিন্তু যৌতুকের নগদ এক লাখ টাকার দাবি ছাড়তে রাজি নয় সাইফুল ইসলাম ও তার বাবা ইসরাইল। যৌতুকের টাকা জন্য অত্যাচার নির্যাতন অব্যাহত থাকে। এক পর্যায়ে যৌতুকের টাকার জন্য বৃহস্পতিবার সকাল থেকে কয়েক দফায় নির্মম নির্যাতন চলতে থাকে।

নির্যাতনের শিকার গৃহবধূ লিজার অভিযোগ, তার স্বামী সাইফুল ও শ্বশুর যৌতুকের বাকী টাকার জন্য তাকে চাপ দিয়ে আসছিলেন কিন্তু দরিদ্র পরিবার টাকা দিতে ব্যর্থ হয়। ফলে আমার ওপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি পায়। এ অবস্থায় দিশা না পেয়ে পালিয়ে প্রতিবেশী আশাদুল হক মেম্বারের বাড়িতে গিয়ে উঠি। এ ঘটনায় গতকাল তিনি থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More