স্টাফ রিপোর্টার: দুর্বৃত্তদের হামলায় নিহত আলমডাঙ্গা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল হাই বল্টুর পরিবারের কাছে নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে জেলা যুবদল। গনতন্ত্র পুনঃউদ্ধার আন্দোলনে খুন, গুম, নির্যাতিত পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ঈদ উপহার। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে গতকাল বৃহস্পতিবার নিহত বল্টুর পরিবারের কাছে নগদ অর্থ ও খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি রবিউল মল্লিক, বকুল হোসেন, সহসাধারণ সম্পাদক পিনু মুন্সি, আব্দার হোসেন রাজু, প্রচার সম্পাদক ইমরান হোসেন, সহ আইন বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত ফিরোজ, মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক সোহেল রানা টুটুল, সহ মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক নাজিম মোল্লা, যুগ্ম-আহ্বায়ক ফারুক জামান, আব্দুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান মিন্টু, চুয়াডাঙ্গা পৌর যুবদলের সদস্য রিংকন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ, সংগ্রামী দলের সভাপতি আবু কায়ুম বাবু, যুবদল নেতা রুবেল, ফিরোজ, বাবুল, আলমগীর, সেলিম, মাহাবুল আকাশ প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
সকল অপশক্তিকে রুখে দিয়ে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবো
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ