স্টাফ রিপোর্টার: চুযাডাঙ্গা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সরকারি গণগ্রন্থাগারের হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। মহান ২১ ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবসও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশুদিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বইপড়া, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি গণগ্রন্থাগারোর জুনিয়র লাইব্রেরিয়ান মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সাবেক ব্যাংকার লেখক জাহিদ হাসান ও প্রথম আলোর সাংবাদিক শাহ আলম সনি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ