মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর পুলিশ লাইন ড্রিলশেড মিলনায়তনে মেহেরপুর জেলা পুলিশের এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. রাফিউল আলমের সভাপতিত্বে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, জেলা ও দায়রা জজ মো. ওয়ালিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অপু সরোয়ার, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, সদর থানার ওসি শাহ দারা খান, ওসি (তদন্ত) জুলফিকার আলী, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন প্রমূখ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।