মহেশপুর প্রতিনিধি: মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৯জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মাটিলা গ্রামের মাঠ থেকে ৫৮ বিজিবি তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন সজল বিশ্বাস (৪৭), সুজন বিশ্বাস (৫০), এখলাছ শেখ (৩৭), আরিফুল খান (২৯), মিসকাদ সরদার (২৮), নির্মলা বিশ্বাস (৬০), মঞ্জু বিশ্বাস (৫০), জামিলা (৭০) ও নুপুর সুলতানা (২২)। তাদের বাড়ি খুলনা, নড়াইল ও গোপালগঞ্জ জেলায়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৯ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।