গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি হাইস্কুলপাড়ায় প্রবাসীর স্ত্রী রহিমা খাতুনকে উক্ত্যক্ত করার জেরে থানায় অভিযোগ করতে যাওয়ায় শ্বশুর আব্দুল গণিকে বেধড়ক মারধর করে পায়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার দর্শনা থানায় অজ্ঞাত একজনসহ মোট ৫জনের নাম এজাহারভুক্ত করা হয়েছে।
ঘটনা সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি হাইস্কুলপাড়ার প্রবাসির স্ত্রী রহিমা খাতুনকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে তোহানের ছেলে ছানোয়ারের বিরুদ্ধে। গতপরশু রাতে ওই ঘটনার প্রতিবাদ করায় ভুক্তভোগী রহিমাকে মারধর করে ছানোয়ার তার লোকজন। পরে ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করতে গেলে স্থানীয় চেয়ারম্যান উভয়পক্ষকে পরিষদে বসে মিমাংসার কথা জানালে তারা থানা থেকে ফেরত আসেন। বাড়িতে আসার সাথে সাথে ছানোয়ার গং তাদের থানায় যাওয়ার কারণে ভুক্তভোগীর শ্বশুর আব্দুল গণিকে মারধর শেষে পায়ে কোপ মেরে আহত করে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার ৫ জনের নামে এজাহারভুক্ত করা হয়। তোহানের ছেলে ছানোয়ার, আনারদ্দির ছেলে বিল্লাল, তার ভাই আলাল, খেজুরতলা গ্রামের মৃত মুসার ছেলে সবুজ ও তার সাথে অজ্ঞাত একজনের নামে থানায় এজাহার করা হয়।