মেহেরপুর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি মেহেরপুর এসেছেন। আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগরে অনুষ্ঠিতব্য সমাবেশে যোগদান করার লক্ষ্যে গতকাল শুক্রবার দুপুরের দিকে তিনি মেহেরপুর এসে পৌঁছান।
আজ শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র বাসভবনে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। আগামীকাল রোববার ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর সমাবেশে শেখ হাসিনা মঞ্চে ভাষণ দান করবেন। তার পরপরই তিনি ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন বলে জানা গেছে।