গাংনী প্রতিনিধি: গাংনী বাজারের ব্যবসায়ী আনোয়ার আহম্মেদের ওপর হামলা মামলার তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ বিচারক।
আসামিরা হচ্ছেন গাংনী থানাপাড়ার মৃত ইব্রাহিম জোয়ার্দ্দারের ছেলে হাবিবুর রহমান হাবিব (২৫), সাইদুল জোয়ার্দ্দারের ছেলে সাগর (২৫) ও ৯নং ওয়ার্ডের মনির ছেলে রকি (২৫)।
জানা গেছে, গাংনী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠানের দিন ১০ এপ্রিল দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে আহত হয় এক নম্বর আসামি হাবিবুরের ভাই মহিবুল ইসলাম। এর প্রতিশোধ নিতে মহিবুল ইসলামের পরিবারের লোকজন মরিয়া হয়ে ওঠে। কাউন্সিলের পরদিন ১১ এপ্রিল তারা থানা সড়কে আনোয়ার আহম্মেদের ব্যবসা প্রতিষ্ঠান বিসমিল্লাহ এন্টারপ্রাইজে হামলা চালায়। আনোয়ার আহম্মেদকে একা পেয়ে উপুর্যপরি মারধর করে গুরুতর আহত করে। বর্তমানে তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় আহতের ভাই জুবায়ের হোসেন উজ্জ্বল বাদি হয়ে ওই তিনজনের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, ওই মামলার আসামি হিসেবে তারা তিনজন মেহেরপুর আদালতে জামিনের জন্য উপস্থিত হয়। বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন।