গাংনীর উন্নয়নের অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম
গাংনী প্রেসক্লাবের ইফতারি অনুষ্ঠানে এমপি সাহিদুজ্জামান
গাংনী প্রতিনিধি: উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। গতকাল বুধবার গাংনী প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের সাথে যদি অন্য সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় তাহলে তফতাটা অনেক। সারাদেশের উন্নয়নের সাথে গাংনী উপজেলাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষা, রাস্তাঘাট, খাল পুনর্খনন, প্রধানমন্ত্রীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে বিভিন্ন প্রকার ভাতা, গৃহহীনদের জমিসহ ঘর প্রদান, বীর মুক্তিযোদ্ধা নিবাসসহ অসংখ্য উন্নয়ন কর্মকা- চলমান। গাংনীর ইতিহাসে এতো উন্নয়ন একসাথে এর আগে কখনও হয়নি। এসব উন্নয়ন কর্মকা-ে সাংবাদিকদের যেমনি সম্পৃক্ততা রয়েছে তেমনি এগুলো দেশবাসীর কাছে তাদের তুলে ধরতে হবে।
গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আ.লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা আ.লীগের বিদায়ী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
আলোচনা সভা শেষে দো’য়া মোনাজাত পরিচালনা করেন গাংনী উপজেলা পরিষদের ঈমাম মাও. ইলিয়াছ হোসেন।
অনুষ্ঠানে গাংনী প্রেসক্লাবের সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।