জীবননগর ব্যুরো: জীবননগরে মেয়ের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে মারা গেলেন বৃদ্ধ পিতা নুর মোহাম্মদ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর পৌর শহরের ৪নং ওয়ার্ডের মহানগর উত্তর পাড়ার বড় মসজিদের পাশে এ ঘটনা ঘটেছে। নিহত নূর মোহাম্মদ (৬০) ওই এলাকার মৃত বাহাউদ্দীন ব্যাপারী ছেলে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মেয়ে নাসরিন আক্তারকে (৩৫) আটক করে থানায় নিয়েছে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা এবং পুলিশ জানায়, জীবননগর পৌর শহরের ৪নং ওয়ার্ডের মহানগর উত্তরপাড়ায় বসবাসকারী কাপড় ব্যবসায়ী নুর মোহাম্মদের সাথে স্বামী পরিত্যক্তা মেয়ে নাসরিন আক্তারের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিলো। এরই এক পর্যায়ে গতকাল মঙ্গলবার রাত ৯টায় নাসরিন আক্তারের সাথে মা সাহিদা বেগমের প্রথমে কথা কাটাকাটি এবং পরে ধস্তাধস্তি হয়। এ সময় পিতা নুর মোহাম্মদ ধস্তাধস্তি ঠেকাতে এলে মেয়ে নাসরিন আক্তার তার পিতাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এতে বৃদ্ধ পিতা নুর মোহাম্মদ মাটিতে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ইয়াসির আরাফাত জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই নুর মোহাম্মদের মৃত্যু হয়েছে।
জীবননগর থানার ওসি মো. আব্দুল খালেক জানান, নুর মোহাম্মদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এছাড়া নাসরিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ