সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখায় ইফতার সাবেক জিএম আমির হোসেন
স্টাফ রিপোর্টার: সোনালী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার মো. আমির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মো. আমির হোসেন বলেন, গ্রাহকরা আমাদের শক্তির উৎস। গ্রাহকের ভালোবাসা আর কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সেবার কারণে সোনালী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের এক নম্বর ব্যাংক হিসেবে আসন ধরে রেখেছে। আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ নেই। তাই, নিজেরাই নিজেদেরকে ছাড়িয়ে যেতে কাজ করতে হবে।
সোনালী ব্যাংক লিমিটেড, চুয়াডাঙ্গা শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. বশির আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বর্তমান ডেপুটি জেনারেল ম্যানেজার মোহা. নাজমুল হক ও সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল মজিদ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. মনিরুজ্জামান। তরুণ ব্যাংক কর্মকর্তা ইসলামুল হকের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে সাবেক এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলাম, সাবেক এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পরিতোষ কুমার, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ শহিদুল ইসলাম, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. জাফর ছাদেক, সোনালী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা কোর্ট বিল্ডিং শাখার ম্যানেজার মো. শামসুর রহমান, আত্মবিশ্বাস’র নির্বাহী পরিচালক মো. আকরামুল হক বিশ্বাস, প্রথমআলো’র প্রতিনিধি সাংবাদিক শাহ আলম সনি ও চুয়াডাঙ্গা জেলার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার গ্রহণের আগে বিশ্ব মুসলিম উম্মার কল্যাণে, সোনালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের মঙ্গলার্থে আল্লাহর কাছে রহমতের জন্য মোনাজাত করা হয়। ইফতার ও মাগরিবের নামাজ শেষে নবীন অফিসারদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাবেক জেনারেল ম্যানেজার মো. আমির হোসেন। এ সময় তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে ব্যাংকের কর্মকর্তাদেরকে আন্তরিকতার সাথে হাসিমুখে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছুবো।