সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির কমিটি বাতিল নয় প্রসঙ্গে ইউনিয়ন বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে সরোজগঞ্জ মিতালী সিনেমাহল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বলা হয়, সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে। এজন্যই মূলত এ সভার আয়োজন। নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। সভাপতিত্ব করেন শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত সহসভাপতি আব্দুল হাই। অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, যুগ্মসম্পাদক রুহুল কুদ্দুস পচা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলী বিশ^াস, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, বিএনপি নেতা এমআর মুকুল প্রমুখ। বক্তারা বলেন, গত ৮ এপ্রিল সরোজগঞ্জ মিতালী সিনেমাহলের সামনে থেকে সদ্যঘোষিত শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক মোটরসাইকেল র্যালি বের করা হয়। র্যালিতে দলীয় সেøাগানসহ সদ্য ঘোষিত শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতির অপসারণের দাবিতে সেøাগান দেয় নেতাকর্মীরা। তথ্য বিভ্রাট করে একটি মহল সাংবাদিকদের নিকট কমিটি বাতিল চেয়ে বিভ্রাটকর তথ্য উপস্থাপন করে করেন। যা গত ৯ এপ্রিল দৈনিক মাথাভাঙ্গা প্রকাশিত হয়। যা আমাদের বক্তব্য ও সেøাগানের মধ্যে মিল নেই। কোনো নেতাকর্মী দলের গঠনতন্ত্র বাইরে এই ধরনের অপপ্রচার না ঘটায় সেই বিষয়ে সকল বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদল নেতা রাজু আহম্মেদ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ