দর্শনা অফিস: সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে দর্শনা থানার নামে আইডি খুলে প্রতারণার অপচেষ্টা চালিয়ে গ্যাঁড়াকলে পড়েছে দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের তুহিন নামের এক যুবক। দর্শনা থানা পুলিশ দীর্ঘ ২ মাস চেষ্টা চালিয়ে অবশেষে তুহিনকে গ্রেফতার করেছে। তুহিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। থানার মূল ফটকের ছবি প্রোফাইলে ব্যবহার ও দর্শনা থানার নামে ফেসবুকে আইডি খোলেন দর্শনা ঈশ্বরচন্দ্রপুর দক্ষিণপাড়ার তাহাজ্জেল আলীর ছেলে তাহসিন তুহিন (২৫)। প্রায় ২ মাস আগে থানার নামে আইডি দেখার পর থেকেই অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর অভিযুক্ত প্রতারককে গ্রেফতারে জাল বিস্তার করেন। অবশেষে সে জালে আটকেছে তুহিন। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে থানার ওসি কবীরের নেতৃত্বে পুলিশের একটি দল তুহিনকে গ্রেফতার করেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানহানীকর ও মিথ্যা তথ্য প্রচারকারী তুহিনকে শনাক্ত করতে দেরী হলেও অবশেষে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় থানার এসআই টিপু সুলতান বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গতকালই তুহিনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ