স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে লরিচাপায় নিহত হয়েছেন বাবা-ছেলে। কুমিল্লার মুরাদনগরে ট্রাক্টর উল্টে ডোবায় পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া বগুড়া, রাজবাড়ী ও সিরাজগঞ্জে সড়কে প্রাণ গেছে তিনজনের। নগরীর বন্দরটিলা এলাকায় লরিচাপায় রিকশার আরোহী ছেলে ও বাবা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক ছেলে। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বন্দরটিলার আকমল আলী রোডের আবু সালেহ (৩৮) ও তার ছেলে আবদুল মোমিন (৫)। গতকাল ভোরে মুরাগনগরের নবীপুর-শ্রীকাইল সড়কের মোচাগাড়া দড়িপাড়া ব্রিজ এলাকায় দুর্ঘটনায় নিহতরা হলেন- রাসেল মিয়া (২২), মেহেদী হাসান (২৩) ও টুটুল মিয়া (২২)।
পুলিশ জানায়, ভোরে ট্রাক্টর নিয়ে রোয়াচালা আশামতি ইটভাটায় যাওয়ার সময় মোচাগাড়া গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বগুড়া-সান্তাহার সড়কে কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকায় ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী বগুড়া আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান। দৌলতদিয়ায় সকালে ট্রাকের নিচে পড়ে অটোরিকশা চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সিরাজগঞ্জের তাড়াশে মাটিবাহী ট্রাক্টর উল্টে চালক আপন (২৫) নিহত হয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
পরীক্ষার হল থেকে সম্পাদকের লাইভের পর কালীগঞ্জ ছাত্রলীগের কমিটি বাতিল
এছাড়া, আরও পড়ুনঃ