স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সুবদিয়া গ্রামের সাজাপ্রাপ্ত আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে দর্শনা থানাধীন কোটালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এএসআই মোহাম্মদ আলী জিন্নাহ ও এএসআই আবুল কালাম সঙ্গীয় ফোর্সসহ দর্শনা থানাধীন কোটালী গ্রামে অভিযান চালান। এ সময় গ্রেফতার করা হয় সদর উপজেলার সুবদিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে আরিফুল ইসলামকে (৩০)। সে একটি পারিজারি মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন যাবত আরিফুল ইসলাম পলাতক ছিলেন বলে জানায় পুলিশ। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়।