স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির ১৩ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে মো. রবিউল ইসলামকে সভাপতি ও মো. মোশাররফ হোসেন মাস্টারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান হবি, সহসভাপতি মো. আব্দুল মাজেদ, সহসভাপতি মো. রওশন আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন মাস্টার, যুগ্ম সম্পাদক মো. আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক মো. মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খাজা, সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষ ডা. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী ও প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, গত ১ এপ্রিল শুক্রবার কুতুবপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ৯ ওয়ার্ডের ৪৫ জন কাউন্সিলর প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফের ওপর কমিটি গঠনের দায়িত্বভার অর্পণ করেন। জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ সদর উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সমš^য় টিমের সঙ্গে আলোচনার মাধ্যমে এই কমিটি গতকাল রোববার রাতে চ‚ড়ান্ত অনুমোদন করেন।