চুয়াডাঙ্গায় ক্রিকেট ও সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রীড়া পরিপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ এর আওতায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাসব্যাপী ক্রিকেট ও সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১১টায় পুরাতন স্টেডিয়াম সংলগ্ন চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আমানুল্লাহ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী উদ্যোক্তা এবং চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা ফাজিল মাদরসার প্রিন্সিপাল আলহাজ মীর জান্নাত আলী, শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান প্রশিক্ষক-পরিচালক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি ইসলাম রাকিব ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কৃতি ক্রিকেটার শিমুল। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১০জন মেধা সম্পন্ন ক্ষুদে ক্রিকেটার, পাঁচজন ক্ষুদে সাঁতারু (মহিলা) ও পাঁচজন ক্ষুদে সাঁতারু (পুরুষ) এর মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি নাসির আহাদ জোয়ার্দ্দার বলেন, সাঁতারুদের সহযোগিতায় আমরা থাকবো এবং আজকের চুয়াডাঙ্গার শিশুরাই এই সাঁতার এবং বিভিন্ন খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। বিশেষ অতিথি ছিলেন। মীর জান্নাত আলী। সাঁতার কেন্দ্রের প্রশিক্ষণের পরিচালক ইসলাম রকিবের উপস্থাপনায় উপস্থিত সকল শিক্ষার্থীদের কোর্স সমাপনী সনদ প্রদান করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More