স্টাফ রিপোর্টার: ঘর খুলে দেয়ার মিথ্যা অভিযোগ দিয়ে আরিফুল ইসলাম (৫০) ও তার স্ত্রী পারভীনা খাতুনকে লোহার রড দিয়ে নির্মমভাবে পিটিয়ে মারাত্মক আহত করেছেন বড় ভাই মিন্টু হোসেন ও তার ছেলে সুইট। শনিবার দিবাগত রাত আনুমানিক রাত ৮টার দিকে গাংনী উপজেলার কাজিপুর গ্রামের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে প্রতিবেশীর এক ছাগল মিন্টু হোসেনের ঘরের দরজা খোলা পেয়ে ঢুকে পড়ে। এ ঘটনায় মিন্টু হোসেন তার ছোট ভাইয়ের স্ত্রী পারভীনা ঘরটি খুলে দিয়েছে বলে মিথ্যা অভিযোগ দেন। পরে মিন্টু হোসেন ও তার ছেলে সুইট এসে পারভীনা খাতুনকে লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এক পর্যায়ে পারভীনার স্বামী আরিফুল ইসলাম ঠেকাতে গেলে তাকেও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়রা ছুটে আসলে মিন্টু ও তার ছেলে সুইট পালিয়ে যায়। পরিবারের লোকজন মারাত্মক আহত আরিফুল ও তার স্ত্রী পারভীনাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক শোভন মল্লিক জানান, দুজনেরই মাথায় আঘাত হওয়ায় সেখানে একাধিক সেলাই দেয়া হয়েছে। তবে তাদের অবস্থা খুব সুবিধাজনক অবস্থায় নেই। চিকিৎসা চলছে । এঘটনায় মামলায় দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পারভীনার ভাই কাজিপুর ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য (মেম্বার) আজিজুল হক।