দামুড়হুদা অফিস: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দুু’জন মাদক কারবারিকে তিন কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে তাদের কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে থানার উপপরিদর্শক মারজান আল মোনায়েম, সহকারি উপপরিদর্শক বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রুদ্রনগর গ্রামের তিন রাস্তার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে ডুগডুগি গ্রামের মৃত আহাদ আলির ছেলে দেলোয়ার হোসেন(৪০) ও দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামের মহিউদ্দীন মন্ডলের ছেলে আবুল ওদদু(৪০)কে গ্রেফতার করে। তাদের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে তিন পুটলা (৩কেজি) গাঁজা উদ্ধার করা হয়। পরে থানার উপপরিদর্শক মারজান আল মোনায়েম বাদি হয়ে গ্রেফতারকৃত দু’জন কে আসামী করে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ