মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
সোনা সভাপতি ও মতি সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বর্তমান সভাপতি আহসান হাবিব সোনা ও সাধারণ সম্পাদক পদে মতিয়ার রহমান মতি পুননির্বাচিত নির্বাচিত হয়েছেন। গতপরশু রোববার সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটদান পর্ব চলে। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৪৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। ৩ হাজার ৯৪৭ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সোমবার ভোরের দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. এসএম ইব্রাহীম শাহীন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে বর্তমান সভাপতি আহসান হাবীব সোনা ১ হাজার ৬২৪ ভোট (চেয়ার) পেয়ে পুননির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী এম এ কুদ্দুস (বাস) ১ হাজার ৪৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মতিউর রহমান (ডাব) ১ হাজার ৫৪৫ ভোট পেয়ে পুননির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মনিরুল ইসলাম (বৈদ্যুতিক বাল্ব) ১ হাজার ১৫২ ভোট পান। কার্যকরী সভাপতি পদে নজরুল ইসলাম (উড়োজাহাজ) ১ হাজার ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী উজ্জ্বল হোসেন (হাতপাখা) ৯৭৪ ভোট পান। সহ-সভাপতি পদে মাহবুব এলাহী (গোলাপ ফুল) ৯০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী শাহিন আলী টুটুল (ঈগল পাখি) ৭৯৪ ভোট পান। যুগ্মসম্পাদক পদে সাখাওয়াত হোসেন সবুজ (মোবাইল ফোন) ১ হাজার ৪৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আমিরুল ইসলাম (তলোয়ার) ৪৯৬ ভোট পান। সহ-সম্পাদক পদে এরশাদ আলী (ঘোড়া) ১ হাজার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সাজেদুর রহমান সাজু (গাভী) ১ হাজার ৫১ ভোট পান। কোষাধ্যক্ষ পদে মিন্টু (চাঁদ-তারা) ১ হাজার ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আফসারুল ইসলাম (হারিকেন) ৭৬৮ ভোট পান। প্রচার সম্পাদক পদে মোহাম্মদ সেন্টু (মাইক) ১ হাজার ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইয়ারুল ইসলাম (রিকশা) ১ হাজার ১৫৫ ভোট পান। লাইন সম্পাদক পদে মুন্না (টুপি) ৭৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মুরসালিন (পানি জাহাজ) ৭২৪ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে রমিজ উদ্দিন (সেলাই রেঞ্জ) ৯২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শাহিন আলী (হাতি) ৭৯৫ ভোট পান। সহ-সাংগঠনিক সম্পাদক পদে বকুল শেখ (ট্রাক্টর) ৭৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী চাঁদ আলী (মাছ) ৬৯১ ভোট পান। শ্রমিক কল্যাণ সম্পাদক পদে রেজাউল হক (কবুতর) ৫৪৭ ভোট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মাহবুব হোসেন রিপন (হরিন) ৫২২ ভোট পান। এছাড়া নির্বাহী সদস্য পদে শরিফুল ইসলাম (খেজুর গাছ) ৯৩০ ভোট, বাচ্চু মিয়া (আনারস) ৭৩২ ভোট এবং আনারুল ইসলাম (আম) ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।