আলমডাঙ্গা ব্যুরো: উত্ত্যক্তের কারণে আলমডাঙ্গার কামালপুর গ্রামের গৃহবধূর আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান আসামি শাকিল মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শাকিল মাস্টারকে ইতোমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। এদিকে, গৃহবধূকে পিটিয়ে হত্যা করে নিজ ঘরে আটকে রাখার গুঞ্জন গ্রামে ক্রমেই উচ্চকিত হচ্ছে।
জানা যায়, কামালপুর গ্রামের প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী সোনিয়া খাতুন (২২) উত্ত্যক্তকারীদের অত্যাচারে গত ২৫ ফেব্রæয়ারি আত্মহত্যা করেন। এ ঘটনায় সোনিয়া খাতুনের পিতা সকির উদ্দীন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে থানায় আত্মহত্যা প্ররোচণা মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামী শাকিল মাস্টারকে ৭ মার্চ পুলিশ আঠারোখাদা বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে জেলা প্রথমিক শিক্ষা অফিস শাকিলকে (স্মারক ২৩৫/৭) সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা জানান, শাকিল মাস্টার গ্রেফতারের পরই তাকে সাময়িক বরখাস্তের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত নির্দেশনা চেয়ে পাঠানো হয়। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।