গড়াইটুপি প্রতিনিধি: খুলনার ফুলতলা গেটের ২ সন্তানের জননী লাইলী খাতুন (৩৩) নামের এক গৃহবধ‚ প্রেমের টানে চুয়াডাঙ্গার যদুপুর গ্রামের ইলিয়াসের বাড়িতে উঠেছে। ঘটনাটি ঘটেছে গতপরশুদিন সোমবার রাতে। গতকাল বিয়ের দাবিতে একই পাড়ার নজরুল ইসলামের বাড়িতে আশ্রয় নিয়েছেন প্রেমিকা লাইলী খাতুন।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের যদুপুর উত্তর পাড়ার মনিরুল ইসলামের যুবক ছেলে ইলিয়াস হোসেন (২৩) ট্রেনের মধ্যে এক মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটির বাড়ি খুলনা ফুলতলা গেটে এবং আলতাফ হোসেনের স্ত্রী। পারিবারিক জীবনে তার কলেজপড়ুয়া এক ছেলে ও ১৩ বছরের একটি মেয়ে রয়েছে। ট্রেনের মধ্যে পরিচয়ের স‚ত্র ধরে ইলিয়াস হোসেনের সাথে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে স্বামী সংসার ফেলে গত পরশু রাতে তিনি বিয়ের দাবিতে প্রেমিক ইলিয়াসের বাড়িতে উঠেন। কিন্তু প্রেমিক ইলিয়াস বিয়ের বিষয় অস্বীকার করেন। পরে ওই মেয়েটি স্থানীয় নজরুল ইসলামের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়ের পরিবারের লোকজন চুয়াডাঙ্গায় আসবে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে জানাজানি হলে গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়।