স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনীতে তাপসী খাতুন নামের এক নববধ‚ আত্মহত্যা করেছেন। নববধ‚ তাপসী গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের মণ্ডলপাড়ার সাবান আলীর মেয়ে এবং পার্শ্ববর্তী করমদী গ্রামের বহলপাড়ার পলাশ আলীর স্ত্রী। মঙ্গলবার দুপুরে তাপসী স্বামীর ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা জানান, তাপসী ও পলাশ করমদী মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক থেকে গত ৪ মাস আগে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। তবে তারা এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার ইচ্ছে পোষণ করেছিলেন।
দাম্পত্য জীবনে স্বামীর সাথে মনোমালিন্যের কারণে তাপসী অভিমানে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় তার স্বামী তাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার দিতে থাকেন। পরে প্রতিবেশীরা উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন। তেতুঁলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল ওহাব জানান, তাপসী কি কারণে আত্মহত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।