মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ বোতল ফেনসিডিলসহ মিনারুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মিনারুল ইসলাম শালিকা গ্রামের কাদের ঘটকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি শাহদারা খান (পিপিএম) এর নেতৃত্বে এসআই হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে ৬ বোতল ফেনসিডিলসহ মিনারুল ইসলামকে আটক করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।