সম্মেলনে সকল নেতাকর্মীকে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়ার জন্য আহ্বান
আলমডাঙ্গা উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বাস্তবায়নে প্রস্ততিসভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের বাস্তবায়নে প্রস্ততিসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আ.লীগ দলীয় কার্যালয়ে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। আগামী ২১ মার্চ সোমবার আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর আলমডাঙ্গা উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে সকল নেতাকর্মীকে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়ার জন্য আহŸান জানান তিনি। সম্মেলন যেনো সার্থক হয় সেজন্য সকলকে আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে। এ সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব যেনো গণমানুষের হয়। মানুষের প্রত্যাশা যাতে পূরণ হয়। সে ব্যাপারে সচেতন থাকতে হবে।
প্রস্তুতিসভায় উপজেলা আ.লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গার সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ^াস, বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আ.লীগের নির্বাহী সদস্য শাহ আলম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, আনিসুজ্জামান মল্লিক, বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, আলমডাঙ্গা পৌর আ.লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু মুসা, সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন। উপস্থাপনা করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার।