ডেস্ক নিউজ:
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কথা বার বার বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । যাবজ্জীবন সাজা প্রাপ্ত তারেক রহমান দেশে ফিরে আসলেও তো জেলে যেতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
তিনি বলেন, আমরাও চাই সে (তারেক রহমান) দেশে ফিরে আসুক, আইনের কাঠামোতে আসুক। সোমবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
সোমবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা এমপি, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজাদুল ইসলাম আজাদ ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলী আজগার টগর এমপি।
সম্মেলনের দ্বিতীয় পর্বে উপধ্যক্ষ মো. নজরুল ইসলামকে সভাপতি এবং আবু মো. আব্দুল লতিফ অমলকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
দীর্ঘ ১৮ বছর পর জীবননগর উপজেলা আওয়ামী লীগের এই সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দু’জন করে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সবশেষ ২০০৪ সালের ডিসেম্বর মাসে জীবননগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়। ওই সম্মেলনে মো. গোলাম মোর্তূজা সভাপতি ও মো. শরিফ উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে শরিফ উদ্দীন মারা যাওয়ায় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক উপধ্যক্ষ মো. নজরুল ইসলাম দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
ইউএম/এমএম/১০৩৫