বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার দোস্ত গ্রামে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন সুমি নামের এক গৃহবধূ। নির্যাতন সইতে না পেরে স্বামীর গৃহ ছেড়ে পিতার বাড়িতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের খবির উদ্দিনের মেয়ে সুমি খাতুনের গত ৪ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের মোল্লাপাড়ার সুরুজ মল্লিকের ছেলে ফরহাদ মল্লিকের সাথে। বিয়ের পর তাদের কোলজুড়ে জন্ম নেয় একটি কন্যাসন্তান। সুমি অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই ফরহাদ বিভিন্ন অযুহাতে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে। এর মধ্যে ২৫ হাজার টাকাও দেয়া হয় তাকে। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ৫ হাজার টাকার জন্য আবারও চাপ দেয়। টাকা দিতে সুমি অপারগতা প্রকাশ করলে তাকে বেধড়ক মারপিট করা হয়। এ ঘটনায় সুমি বাদি হয়ে গতকালই ফরহাদের বিরুদ্ধে দর্শনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।