দামুড়হুদা অফিস: দামুড়হুদা স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে দামুড়হুদা ফুটবল একাদশ ৪ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
জানা যায়, গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে ২০২১-২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দামুড়হুদা ফুটবল একাদশ বনাম দামুড়হুদা নিউ স্টার দুটি শক্তিশালী দল মাঠে নামে। খেলার নির্দিষ্ট সময়ে দামুড়হুদা ফুটবল একাদশ পরপর চারটি গোল করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দামুড়হুদা স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির আয়োজনে টুর্নামেন্ট কমিটির সভাপতি এম. নুরুন্নবীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (ওসি) ফেরদৌস ওয়াহিদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, আওয়ামী লীগ নেতা হাজি আমজাদ আলী। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন সাজেদুর রহমান স্বজল, সহকারী রেফারির দায়িত্বে ছিলেন রাজু আহম্মেদ রিপন ও জুয়েল রানা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আবুল হাশেম, ইকরামুল হোসেন, যুবলীগ নেতা শাহীন উদ্দীন, দামুড়হুদা ফুটবল একাদশের ম্যানেজার শহিদ আজম সদু, আমিনুল ইসলাম সন্টু, ক্রীড়াপ্রেমী জাকির হোসেন, এনামুল হক, শহিদুল ইসলাম, নুরুল ইসলাম ইমান আলী প্রমুখ।