চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় শম্ভুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। সভাপতিত্বে করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাচ আলী। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপি সমন্বয়কারী ও কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রতিনিধি আবুল কালাম আজাদ, কুতুবপুর ইউনিয়ন সমন্বয়কারী কমিটির সদস্য যথাক্রমে মোশারফ হোসেন মাস্টার, রবিউল ইসলাম, আব্দুল মজিদ, গোলাম রসুল, হাবিবুর রহমান, নাসির উদ্দিন মাস্টার, মুনছুর আলী, আব্দুল হাকিম বাদল, আলাউদ্দিন, মোহাম্মদ আলম, তারিকুজ্জামান লাল্টু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি আশিকুর রহমান আশিক, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্মআহবায়ক হাসমত আলী, সদস্য মনিরুল ইসলাম আনিক, আমির হোসেন, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম, আলি হোসেন, আব্দুল কুদ্দুস, আবু আসলাম সোহাগ, ওহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম জাহিদ, আবু সাঈদ, শাহাবুদ্দিন, কলম উদ্দিন, মোহাম্মদ আলি মন্টু, হাসিবুল হোসেন, ছাত্রদল নেতা জুয়েল রানা, রানা আহম্মেদ, আব্দুল্লা আবু আসলাম সোহাগ, আলী হোসেন, মোহাম্মদ আলী মন্টু, আবু সাঈদ, হাসিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী সদস্য একরামুল হক। অনুষ্ঠান শেষে আবুল কাশেমকে সভাপতি, নুর ইসলামকে সাধারণ সম্পাদক, মোমিন উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ১নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়।