কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় হালিমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালক। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বাবরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন বাবরা গ্রামের আইয়ুব ম-লের মেয়ে। স্থানীয় কাউন্সিলর নাসির উদ্দিন লিটন জানান, সকালে পানি নিয়ে ফেরার পথে বাবরা গ্রামে চাতালের কাছে রাস্তা পার হচ্ছিলেন হালিমা। এ সময় কালীগঞ্জ শহরের দিকে যাওয়া একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় মোটরসাইকেলচালকের অবস্থাও গুরুতর।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ