স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় টিউবওয়েলে পানি পান করার সময় পড়ে গিয়ে মরিয়ম খাতুন ওরফে ঋতু (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে মরিয়মকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরিয়ম দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের মজলিসপুর গ্রামের কৃষক হারুনের মেয়ে। সে মজলিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ত। মরিয়মের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মেয়ের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা-মা।
তার বাবা বলেন, তিন মেয়ের মধ্যে মরিয়ম ছিল ছোট। তার হার্টের সমস্যা ছিল। টিউবওয়েলে পানি পান করার সময় হঠাৎ মাথাঘুরে পড়ে যায় মরিয়ম। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: সোহানা আহম্মেদ বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর মরিয়মকে মৃত ঘোষণা করা হয়েছে। তার নাকের ওপরে একটি আঘাতের চিহৃ পাওয়া গেছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মাথাভাঙ্গা/উজ্জ্বল মাসুদ