মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামে নির্বাচনের প্রাক্কালে সহিংসতায় জোড়া হত্যা মামলার ৬৬ জন আসামির জামিন না মন্জুর হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিজ্ঞ বিচারক মো. তারিক হাসান আসামিদের জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর ২০২১ মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর ধলা গ্রামে ২ মেম্বার প্রার্থীর মধ্যে বিবাদের জের ধরে ভয়াবহ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে জাহারুল ইসলাম এবং সাহাদুল নামের দুই সহোদর নিহত হন। ওই ঘটনায় লাল্টু বিশ্বাস বাদী হয়ে আতিয়ার রহমানকে প্রধান করে মোট ৬৬ জনের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৯। ঘটনার পরপরই গাংনী থানার পুলিশ রামকৃষ্ণপুর ধলা গ্রামের জাহারুল, মহব্বত, নজরুল, আখিরুল, কাটু, হেলু ও লাভলু নামের ৭ জনকে গ্রেপ্তার করেন।
পরে ৬ জানুয়ারি মামলার প্রধান আসামি আতিয়ার রহমানের নেতৃত্বে ৫৭ জন আসামি মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহারের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর দুই আসামি পলাতক রয়েছে।
গতকাল মঙ্গলবার আদালত কর্তৃক জামিন না-মঞ্জুর হওয়া ৫৭ জন হল- রামকৃষ্ণপুর ধলা গ্রামের ছৈফতুল্লাহ ছেলে গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, গোলাম হোসেনের ছেলে আব্দুল খালেক, জফের আলীর ছেলে শহিদুল ইসলাম, হুরমত আলীর ছেলে ছমির, মহব্বত আলী শেখ হামিদুল, সাহার আলি ছেলে টিপু, জার্মান আলীর ছেলে মানা, নর ইসলামের ছেলে মিনা, পাতুর ছেলে সিরাজুল, সহিদুলের ছেলে বাবলু, আকছাদের ছেলে মাদার, মোহম্মদ আলীর ছেলে রুহুল, হেলুর ছেলে জাহিদ, আকছাদের ছেলে মিনহাজুল, চাঁদ আলীর ছেলে এনামুল, জানবারের ছেলে এনামুল হক, জফেরের ছেলে নুর ইসলাম, এরশাদের ছেলে আনোয়ার, সৈয়ফতু উল্লাহ ছেলে পাতু, রহমতে ছেলে সাহার, জার্মান আলী হানা,মোজামের ছেলে রবিউল, আলেফের ছেলে বিপ্লব, আলিফের ছেলে জামারুল, মোহাম্মদ আলীর ছেলে আলিফ, আকছাদের ছেলে ইন্তাজ, মান্নানের ছেলে জসীম, জানবার ছেলে আনারুল, আকছাদের ছেলে বোরহান, মহিদুলের ছেলের রহিদুল, মেগুর ছেলে মেজের, মহিবুরের ছেলে বাবু, দিলুর ছেলে নজরুল, জেল হাজের ছেলে রাশিদুল, আক্তারের ছেলে জাহিদ, গোলাম মোস্তফার ছেলে দুলাল, হানিফের ছেলে হাসান, দেলবারের ছেলে মহিবুল, সফি,হারেজ আলী ছেলে টোকন,আব্দুল কুদ্দুসের ছেলে আশানুর, কলিমুদ্দিন ছেলে পালু, আকসাদের ছেলে লুৎফর, আজমত আলী আরমান,নজিম উদ্দিনের ছেলে গোলাম, রহমতে ছেলে সিফাত, হক আলীর ছেলে ওয়াদুদ, ফজলু ছেলে মজনু, মুখসাদের ছেলে আজমত, চাঁদ আলীর ছেলে সাহাবুল, রমজানের ছেলে মুজাম, কাশেমের ছেলে গিয়াস, আতর আলী ছেলে মুসা, সিরাজের ছেলে পিন্টু, নজরুলের ছেলে নাহিদ, এসের আলীর ছেলে এরশাদ আলী, হাসান আলীর ছেলে ফুকু, কাদের ম-লের ছেলে আজমত। এর আগে আসামিদের জেলখানা থেকে কোট হাজতে নেয়ার সময় আসামিদের নিকটাত্মীয়রা সেখানে ভিড় জমান।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ