আলমডাঙ্গা ব্যুরো: পূর্ব শত্রুতার কারণে প্রতিবেশি স্বামী-স্ত্রীসহ ৪ জনকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আলমডাঙ্গার ইসলামপুর গ্রামের রকিবুল ইসলাম গং’র বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার ইসলামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রকিবুল ইসলামের সাথে পূর্ব শত্রুতা রয়েছে প্রতিবেশি সেলিম রেজার সাথে। সেই শত্রুতার জের ধরে গতকাল সোমবার বিকেলে রকিবুল ইসলাম ও তার ভাই শুভ, তাদের খালাতো ভাই এরশাদপুরের মারজুলের ছেলে মশিউর, গোবিন্দপুরের মাসুদ ও শাকিব যায় সেলিম রেজার বাড়িতে। গালাগালির এক পর্যায়ে তারা সেলিম রেজাকে মারধর ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় সেলিম রেজার স্ত্রী সুফিয়া খাতুনসহ ৪জনকে মারধর করা হয়েছে। এক পর্যায়ে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। আহতদের উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সেলিম রেজার ছেলে চঞ্চল মাহমুদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।