মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সড়কে ইটভাটার মালামাল বহনকারী ট্রাক্টর ট্রলি চাপায় ভনা শেখ (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ওই সড়কের আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভনা শেখ সদর উপজেলার শালিকা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বুড়িপোতার সৈয়দের ইটভাটায় শ্রমিকের কাজ করতেন ভনা শেখ। প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় ইটভাটায় কাজ শেষ করে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে বুড়িপোতা সড়কের আমতলা মোড় নামক স্থানে পৌঁছুলে অপরদিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিলে চাকার তলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ভনা শেখ। স্থানীয় পথচারিরা খবর দিলে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাক্টর ও চালক পালিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, একজন ভাটা শ্রমিক ট্রাক্টর চাপায় মারা গেছে এমন সংবাদ পেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।