স্টাফ রিপোর্টার: দৈনিক মাথাভাঙ্গার আলমডাঙ্গা ব্যুরো প্রধান ও দৈনিক কালেরকণ্ঠ প্রতিনিধি রহমান মুকুলের মা হাসিনা বেগম আর নেই (ইন্না লিল্লাহি…….রাজেউন)। গতকাল বুধবার বেলা সোয়া ৫টায় আলমডাঙ্গার কলেজপাড়াস্থ নিজবাড়িতে মারা যান। হাসিনা বেগম সম্প্রতি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। অসুস্থ হওয়ার পর প্রায় দু’সপ্তাহ তাকে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৮০ বছর। হাসিনা বেগম আলমডাঙ্গা উপজেলার নওদা পাঁচলিয়া গ্রামের প্রয়াত আওলাদ মিয়ার সহধর্মিণী, জোড়্গাছা গ্রামের প্রয়াত আহমেদ মিয়ার কন্যা ও আলাউদ্দীন ঘোরী স্টেটের শেষ জমিদার ফজিলাতুন্নেছা চৌধুরানীর নাতনি ছিলেন। মৃত্যুকালে ধার্মিক ও পর্দানশীন হাসিনা বেগম ৩ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা আলমডাঙ্গা দারুস সালাম প্রাঙ্গণে মরহুমার প্রথম ও পাঁচলিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার জানাজায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সমাগম ঘটে। এদিকে, সাংবাদিক রহমান মুকুলের মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে সাংবাদিক ও শিক্ষকসমাজ, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ উপস্থিত হন। সাংবাদিক রহমান মুকুলের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক-প্রকাশক সরদার আল আমিন ও বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ