দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : রতন সভাপতি পাকি সম্পাদক নির্বাচিত
স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মাকসুদুর রহমান রতন মোটর সাইকেল প্রতীকে ১১০ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে সাদেক আলী পাকি চশমা প্রতীকে ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি পদে মুনতাজ আলী, যুগ্ম-সস্পাদক পদে মনিরুল ইসলাম মনি, কোষাধ্যক্ষ পদে সবুজ এবং ক্রীড়া সম্পাদক পদে আব্দুল হাই নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশীদ। সার্বিক তত্বাবধানে ছিলেন দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির আহ্বায়ক হাজি আব্দুল হামিদ।
ভোটগ্রহণ কর্মকর্তা জানান, মোট ৬টি পদে ভোটগ্রহণ করা হয়। মোট ভোটার সংখ্যা ২১৩। এর মধ্যে পোল হয়েছে ২০৪ ভোট। সভাপতি পদে দুইজন প্রার্থীর মধ্যে মিকা মেডিকেল হলের মালিক মাকসুদুর রহমান রতন মোটর সাইকেল প্রতীকে ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রতিদ্বন্দ্বি প্রার্থী আশরাফুল আলম ছাতা প্রতীকে পেয়েছেন ৯৩ ভোট। সহসভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে আধুনিক নিউ হেয়ার ড্রেসারের মালিক মুনতাজ আলী ফুটবল প্রতীকে ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী শাহজাহান আলী আনারস প্রতীকে পেয়েছেন ৬২ ভোট। সাধারণ সস্পাদক পদে তিন প্রার্থীর মধ্যে দিয়া ফার্নিচারের মালিক সাদেক আলী পাকি চশমা প্রতীকে ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাজিত দুই প্রার্থীর মধ্যে মোস্তাফিজুর রহমান আম প্রতীকে পেয়েছেন ৭০ ভোট এবং শহিদুল ইসলাম সাইদুর টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট। যুগ্ম-সম্পাদক পদে দুই প্রার্থীর মধ্যে ভাই ভাই ফল ভান্ডারের মালিক মনিরুল ইসলাম মনি টেবিল প্রতীকে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী রবিউল ইসলাম বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৭৫ ভোট। কোষাধ্যক্ষ পদে সাব্বির আহম্মেদ সবুজ তালগাছ প্রতীকে সর্বোচ্চ ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী সাইফুল ইসলাম সজল সূর্যমূখি ফুল প্রতীকে পেয়েছেন ৩৫ ভোট। ক্রীড়া সম্পাদক পদে মডার্ণ ফার্নিচারের মালিক আব্দুল হাই জগ প্রতীকে ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী ইমান আলী মোল্লা আপেল প্রতীকে পেয়েছেন ৯১ ভোট। এছাড়া সাংগঠনিক পদে আব্দুল খালেক, দফতর সম্পাদক পদে আজের আলী, প্রচার সস্পাদক পদে শহিদুল ইসলাম বগা, নির্বাহী সদস্য পদে নাজমুল, ইয়ানবী, হাফিজুর, আতিয়ার রহমান মিলন, সাইফুল এবং হাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনে দায়িত্ব পালনকারী সকলকে ধন্যবাদ জানিয়েছেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী।