মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেনসিডিলসহ আরিফুল ইসলাম পিন্টু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ১৮ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল ফোন উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গী অপর ব্যবসায়ী আব্দুস সালাম পালিয়ে যায়। আটক আরিফুল ইসলাম পিন্টু আশরাফুল গ্রামের আবুল কাশেমের ছেলে।
জানা গেছে, গোপনসূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি এসআই অজয় কুমার কু-ুর নেতৃত্বে এসআই বিস্বজিৎ সরকার, এএসআই মাহাতাব সহ ডিবি পুলিশের সঙ্গীরা আশরাফুপুর গ্রামে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম পিন্টুকে গ্রেফতার করে এবং তার কাছে দুই বোতল ও আবদুস সালামের বাড়ি থেকে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ