আলমডাঙ্গা ব্যুরো: বিএনপিনেতা টিলু উস্তাদের ভাই আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল কাউনাইন শিলু মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ……….. রাজিউন)। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সম্প্রতি তিনি ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। আজ বুধবার জানাজা শেষে বেলা ১১টায় আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে লাশ দাফন করা হবে।
নাজমুল কাউনাইন শিলু মিয়া আলমডাঙ্গার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তিনি এক সময়ের বিশিষ্ট ব্যবসায়ী আকরাম উদ্দীন খা’র দ্বিতীয় পুত্র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সবচেয়ে জনপ্রিয় নেতা শহিদুল কাউনাইন টিলু উস্তাদের ভাই। মরহুম শিলু মিয়া আলমডাঙ্গার বিশিষ্ট ঠিকাদার ও মিলচাতাল ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ কন্যা সন্তান, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।