দামুড়হুদা অফিস: দামুড়হুদা বাজারের মাছ ব্যবসায়ী সদা মিষ্টভাষী সিরাজুল ইসলাম সিরাজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৭০ বছর। সে দামুড়হুদা দশমীপাড়ার মৃত আক্কাছ আলীর ছোট ছেলে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদা পাইলট সরকারি হাইস্কুল মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, দামুড়হুদা দশমীপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে বিশিষ্ট মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরাজ বেশ কিছু যাবত অসুস্থ ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সে তার দশমীপাড়াস্থ নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে সে এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা বাজার বণিক সমিতির সভাপতি হেদায়েতুল্লাহ, সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, কোষাধ্যক্ষ হাজি মোফাজ্জেল হোসেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল হাসান তনুসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ। গতকাল রাতেই জানাজা নামাজ শেষে তার দাফন সম্পন্ন করা হয়। মরহুমের জানাজা নামাজ পড়ান দশমী মসজিদের ইমাম হাফেজ মহাসিন আলী।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ