দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে পুলিশ ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে অভিযুক্ত এক মাদককারবারিকে। তার বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের নির্দেশে এসআই ইকবাল আহমেদ ও এএসআই আবু বক্কর সিদ্দিক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি গ্রামের পশ্চিমপাড়ায়। পুলিশ ওই পাড়ার কাঁচা রাস্তার ওপর থেকে গ্রেফতার করে কুড়ুলগাছি গ্রামের পশ্চিমপাড়ার শরিফ উদ্দিনের ছেলে মতিয়ার রহমানকে (২৬)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতারকৃত আসামি মতিয়ার রহমানের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই ইকবাল আহমেদ বাদী হয়ে গতকালই দর্শনা থানায় গ্রেফতারকৃত মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ