স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ঝিনাইদহ জোহান ড্রিমভ্যালি পার্কে অভিষেক ও বনভোজন অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠানে নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২২-২০২৪) সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও সাধারণ সম্পাদক অ্যাড. মহ. শামশুজ্জোহা, সহ-সভাপতি মুন্সি আলমগীর হান্নান ও আজাদ মালিতা, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, কোষাধ্যক্ষ আলাউদ্দিন হেলা, কার্যনির্বাহী সদস্য অ্যাড. সেলিম উদ্দিন খান, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম, ডা. ফকির মোহাম্মদ ও হাবিল হোসেন জোয়ার্দ্দার উপস্থিত ছিলেন। এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়াও ডায়াবেটিক সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন-২০২২ অনুষ্ঠিত হয়। বনভোজনে কবিতা আবৃতি, গান ও নাচ পরিবেশন করেন সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এসময় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার স্মার্টফোন লাভ করেন অ্যাড. আবু তালেব বিশ্বাস। সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সঞ্চালনায় বনভোজনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. বেলাল হোসেন, নির্বাচন কমিশনার অ্যাড. এমএম মনোয়ার হোসেন ও অ্যাড. আবু তালেব বিশ্বাস, ব্যবসায়ী সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন ও আবু সাইদ মো. আহসানুজ্জামান বাবু, ডা. মিজানুর রহমান, ডা. নাহিদ ফাতেমা রতœা ও ডায়াবেটিক সমিতির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জোহান ড্রিমভ্যালি পার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন ডায়াবেটিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এবং কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং মতবিনিময় করেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ