ঝিনাইদহের বুড়াই গ্রামে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বুড়াই গ্রামের পুকুর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এর পর পুলিশ এসে বৃদ্ধের লাশ পুকুর থেকে উদ্ধার করে। খবর পেয়ে নিহত বৃদ্ধের ছেলে মোহাম্মদ মিলন লাশ শনাক্ত করেন। নিহত ব্যক্তির নাম নজির ম-ল (৭০)। তিনি ঝিনাইদহ জেলার হরিণাকু-ু উপজেলার বাঘাছড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
মিলন জানান, গত শনিবার বিকেল থেকে তার বাবা বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। এরপর এলাকায় মাইকিং করা হয়। পুকুর থেকে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তিনি। এসে দেখেন এটি তার বাবার লাশ। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুড়াই গ্রামের পুকুর থেকে নজির ম-লের লাশ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, হত্যা না আত্মহত্যা সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালমর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।