কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পোস্ট অফিসের সাবেক অফিস সহকারী কার্পাসডাঙ্গা গ্রামের ইয়াকুব বিশ্বাসের ছেলে লুৎফর রহমান (৭৫) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, লুৎফর রহমান গতকাল রোববার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন হার্টের রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে ৩ ছেলে, ১ মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল এশার নামাজের পর কার্পাসডাঙ্গা কবরস্থানে বিভিন্ন শ্রেনী পেশার মুসুল্লিদের উপস্থিতিতে মৃতদেহের দাফনকার্য সম্পন্ন করা হয়।
জানা গেছে, লুৎফর রহমান ১৯৭৬ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত কার্পাসডাঙ্গা পোস্ট অফিসের অফিস সহকারি হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়া তিনি কার্পাসডাঙ্গা শ্রমিক ইউনিয়নের নেতা ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
দাঁড়িয়ে থাকা লাটাহাম্বারের পেছনে মোটরসাইকেলের ধাক্কা : প্রাণ গেলো চুয়াডাঙ্গার এক যুবকের
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ