ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে এক ব্যক্তির ৫০ হাজার টাকা পকেটমার
দর্শনা অফিস: দর্শনা হল্টস্টেশন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রীবাহি ট্রেন চলাচলে রয়েছে বেশ সুবিধা। সুবিধাজনক হওয়ায় প্রতিদিন এ রুটে প্রায় ২০-২২টি যাত্রীবাহি ট্রেন চলাচল হয়ে থাকে। এ স্টেশনে দীর্ঘদিন ধরেই পকেটমার চক্রের সদস্য বেশ মজবুত ঘাঁটি করে বসেছে। যে কারণে প্রায় যাত্রীদের পকেটমারের ঘটনা ঘটে। দর্শনা মোবারকপাড়ার শহিদুল্লাহ খানের ছেলে রেলবাজারের এফএম হারবালের স্বত্ত্বাধিকারী ফরহাদ খান শিল্পী স্ব-পরিবারে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে উল্লাহপাড়াগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। শিল্পীর অভিযোগ দর্শনা হল্টস্টেশন থেকে ট্রেনে ওঠার সময় তার ব্লেজারের পকেট থাকা টাকা কৌশলে হাতিয়ে নেয় পকেটমার চক্রের সদস্যরা। ট্রেনে নিজের আসনে বসে টের পান তার পকেটে থাকা ৫০ হাজার টাকা খোয়া যাওয়ার বিষয়টি। জনগুরুত্বপূর্ণ দর্শনা হল্টস্টেশন এলাকা পকেটমারমুক্ত করণের জন্য জিআরপিদের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।