স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দিকে আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের ফুলবগাদি গ্রামে ওই ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের মৃত আজহার উদ্দিনের স্ত্রী সুর্যভানু (৫৫), তার ছেলে ইসমাইল (৩৮) ও ইউনুস (২৫) এবং ইসমাইলের অন্তঃসত্ত্বা স্ত্রী শিল্পী খাতুন (৩০) এবং অপরপক্ষের মৃত আলম বিশ্বাসের ছেলে লাল্টু (৩০)।
জানা যায়, গতকাল সকালে লাল্টু আমিন নিয়ে তাদের জমি মাপজোপ করছিলেন। এ সময় প্রতিবেশি ইসমাইলের সাথে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ইসমাইল ইট দিয়ে লাল্টুর মাথায় আঘাত করলে দুইপক্ষে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের মোট ৫ জন আহত হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিবারের লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগে কতর্ব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন বলেন, আহতদের অবস্থা শঙ্কামুক্ত।প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে।
বড় গাংনী বাজার তদন্ত কেন্দ্র পুলিশের উপ-পরিদর্শক রফিক খান বলেন, জমিজমা মাপযোগ সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লাল্টু মানে একজন আহতের কথা জেনেছি। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এছাড়া, আরও পড়ুনঃ